


















জীবনে চলার পথে স্বামী ও স্ত্রীর মধ্যে বিভিন্ন কারণে ছোটো খাটো বিতর্ক হয়ে থাকে। তবে মাঝে মাঝে তা হয়ে যায় ভয়ংকর কিছু।






বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) ভারতের আসানসোলে হোটেলের কক্ষে স্বামীর স’ঙ্গে তার প্রেমিকাকে হাতেনাতে ধরে বেদম পেটালেন স্ত্রী। রাস্তাইয় ফেলে মেরে টেনে হিঁচড়ে অ’ভিযুক্ত তরুণীকে নিয়ে যাওয়া হয় থানায়।






ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার জানায়, আসানসোলের বাসিন্দা মোহনলাল। পেশায় ব্যবসায়ী তিনি। মোহনলাল প’রকীয়ায় জড়িয়েছিলেন বলে অ’ভিযোগ। কিন্তু বি’ষয়টি জানতে পেরে যান তার স্ত্রী।






এরপরই অশান্তি শুরু হয় দম্পতির মধ্যে। স্ত্রী একাধিকবার সতর্ক করেন মোহনলালকে। তা সত্ত্বেও কোনও লাভ হয়নি। এদিকে স্বামীর ওপর নজরদারি চালাতে থাকেন গৃহবধূ।
বৃহস্পতিবার আসানসোলের বার্নপুরের একটি হোটেলে প্রেমিকার স’ঙ্গে স্বামীকে উ’দ্ধার করেন ওই নারী। সেখানেই ওই তরুণীর ওপর হা’মলা চালান তিনি।






ভিডিওতে দেখা যায়, হোটেল থেকে মা’রতে মা’রতে রাস্তায় বের করে আনা হয় তরুণীকে। হাতে থাকা হেলমেট দিয়ে বেধড়ক মা;রধ;র করা হয় তাকে। ক্রমাগত পেটে লাথি মা’রা হয়।






ঘটনাটি নজরে পড়তেই রাস্তায় ভিড় করেন স্থানীয়রা। কেউ কেউ মোবাইলে ভিডিও করেন। সেই ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে।
Leave a Reply